সিলেটের উপশহরে দিনে-রাতে সমান তালে কামড়াচ্ছে মশা আতংকে নগরবাসী

শেয়ার করুন           সিলেট নগরে বেড়েছে মশার উৎপাত। দিনে-রাতে বাসায় কিংবা খোলা জায়গায় সমান তালে কামড়াচ্ছে মশা। বিশেষ করে খাল-নালার আশপাশে যাদের আবাসস্থল; তাদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে । পাশাপাশি নগরের বিভিন্ন এলাকার মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ। খোঁজ নিয়ে জানা যায়, দুই বছর আগে মশার উৎপাতে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিলে সিলেট সিটি করপোরেশন থেকে মশার আবাসস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। এরপর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আপাতত ওষুধ ছিটিয়ে মশার উৎপাত কমানোর চেষ্টা করছে সিসিক। নগরবাসীর অভিযোগ, সিলেট নগরে হঠাৎ বেড়েছে মশার উৎপাত। সিটি করপোরেশন ওষুধ ছিটালেও মশার উপদ্রব কমাতে স্থায়ী … Continue reading সিলেটের উপশহরে দিনে-রাতে সমান তালে কামড়াচ্ছে মশা আতংকে নগরবাসী